Bangla Love Story - বাংলা ভালোবাসার গল্প | www.bd-express.top

 গল্প হলেও সত্য কারন গল্পটা আমার নিজের জীবনের!


Bangla Love Story - www.bd-express.top
image:www.bd-express.top credit:Antor

Bangla Valobasar Golpo

আমি যখন ক্লাস 6 পরি ঠিক তখন আমার বাসার পাশের বাসায় সম্পর্কে আমার তারা কাকা- কাকি হয়।তো কাকির ছোট  বোন ছিল তার নাম সোনালী। আমি তখন কাকির বোন সম্পর্কে কিছুই জানা ছিল না। এক কথায় কাকির একটি সুন্দরী বোন ছিল তাও আমি জানতাম না।কারন তখন আমার বয়স টা অনেক কম ছিল।


তো, হঠাৎ একদিন বিকেলে আমি আমার বাসা থেকে বেরিয়ে কাকিদের বাসার পাশ দিয়ে হাটতে ছিলাম। হঠাৎ দেখি কাকিদের বাসার বাইরে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়ে টিকে আমি এমন ভাবে দেখতে দেখতে হাটতে ছিলাম আমার পথের সামনে যে নিচু খাদ সেইটা আমি ঠিক ভাবে খেয়াল করি নি।তাই সেই মেয়েটিকে দেখতে গিয়ে আমি শেষপর্যন্ত আমি সেই নিচু খাদে গিয়ে পরি। খাদে পরে গিয়ে আমার তেমন শরিরের কোনো জায়গায়  আঘাত পায়নি। শুধু আমার শার্ট ও প্যান্ট ধুলো ময়লা লেগে গিয়েছিল।

Bangla Valobasar Golpo - bd express

পরের দিন আমি সেই মেয়েটির সম্পর্কে জানার জন্য কাকির কাছে যায়। মিথ্যে করে বললাম  কাকি অই মেয়েটাকে আমার চেনা-চেনা লাগছে। কোথাও যেন ওঁকে দেখেছি। আচ্ছা কাকি ও-ই মেয়ে টা আসলে কে.????কাকি বলল যে,ওই টা আমার ছোট বোন সোনালী। 

তখন  আমি বললাম অহঅহহ  এজন্যই ওকে যেন আমার চেনা চেনা  লাগছে।আবার কাকি বলল যে,  আমার বোন তো আজই প্রথম আমার বাসায় এসেছে তুই কবে ওকে দেখেলি।আমি তো এবার সম্পুর্ন ভাবে ধরা পড়ে গিয়েছে। আমি তখন কথা ঘুরিয়ে বললাম কাকি আমায় মনে হয় ডাকছে আমি চল্লাম। এরপর এমন ভাবেই অনেক দিন কেটে গেল।এমনকি কাকির বোন  সোনালী সেও তার নিজ বাড়িতে  ফিরে গেল। এরপর মাঝে সাঝে সোনালী  তার বোনের বাসায় আসতো। কিন্তু দূর ভাগ্য বাসতো তার সাথে কথা বলার তেমন কোনো  সময় পায়নি।

Bangla Valobasar Golpo - bd express

প্রায় ২ বছর পরে......................... 

আমার এক বন্ধু তার নাম হাবিবুর সে  মাদ্রাসায় পড়ে।সে মাদ্রাসায়  পড়ার সময় ছুটি পেয়ে বাড়িতে এসেছে। আমার পাড়ার কয়েকজন বন্ধ মিলে আমরা ভালো সময় কাটাতে  ছিলাম। কয়েকদিন পর দেখি যে,পাশের বাসার কাকির বোন সোনালী সেও  তার বোনের বাসায় এসেছে। সে সময় আমি ঠিক আমার নিজ বাসায় ছিলাম না।কারণ বসত আমি আমার এক আত্তিয়ের বাসায় ছিলাম।ওই খান থেকে ফিরে দেখতে পাই কাকির বোন সোনালীর সাথে আমার বন্ধুর কথা বলা শুরু করে দিয়েছে।


পরে আমার বন্ধু আমাদের কাছে সব খুলে বলে যে,আমি তাকে পছন্দ করেছি ফেলেছি এক কথায় আমি ওর প্রেমে পড়ে গিয়েছে। এখন আমি কি করব। তারপর আর কি করার..... বন্ধু তাকে ভালোবেসে ফেলেছে এখন তাকে সাহায্য করা ছাড়া কোনো উপায় নেই।তাই বন্ধুকে যতটুকু সম্ভব সাহায্য করলাম।তারপর থেকে কাকির বোন সোনালীর সঙ্গে বন্ধু আমার হাবিবুরের প্রেম চলছে। এবং সেটা প্রায় ১বছর হয়ে গেছে। 


Bangla Valobasar Golpo 


এখন আমার বন্ধু মাদ্রাসায় পড়া–লেখা বাদ দিয়ে কাজ করা শুরু করে।আবার এর মাঝে তাদের ভালোবাসার কথা জানতে পেরে যায় সোনালির বোন। তারপর থেকে সোনালী আর হাবিবুরের মাঝে মোবাইলে কথা বলা কমে গেল।একটা কথা না বললেই না যে,আমার বন্ধু সোনালীর সাথে কথা বলার জন্য তাকে একটি গ্রামীণ সিম কার্ড দেয়।সেই সিমের মাধ্যমে তারা তাদের কথা বার্তা চালাত।প্রায় সব কল সোনালী হাবিবুরের কাছে.. মিসকল.. দিত।আর আমার আবার ডায়েল করে ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেত। এমনকি  সোনালীর মেসেজ পর্যন্ত কিনে দিত।আমার বন্ধু হাবিবুর কে আমরা প্রায় বলতাম ভাই তুইই সব কল দিস তোর টাকায় পোরে, ওর তো কোনো টাকায় খরচ হয়না।এ বিষয়ে বন্ধু কোন কথা বলত না।


Bangla Valobasar Golpo - bd express

প্রায় ৬ মাস পর............

হাবিবুরের বড় ভাইয়ের বিয়ে হয়েছে মাত্র ৭ দিন।ঠিক তখন হাবিবুর তার ভাইয়ের বোউ। অর্থাৎ তার ভাবির সাথে কথা হয়। এমন কি ভাবির বান্ধবী সেতুর  সাথে হাবিবুরের সাক্ষাৎকার হয়।এমনকি তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়।অন্য দিকে হাবিবুর আর সোনালীর ভালোবাসাও আছে, কিন্তু আগের মতো নেই। এইভাবেই চলতে থাকে আরও কিছু মাস।


কিছু মাস পরে.........

হঠাৎ শুনতে পেলাম সোনালীর বিয়ে হয়ে যাবে ছেলে পক্ষ দেখতে আসবে। দূর ভাগ্য বাসতো সোনালী,, হাবিবুর সাথে প্রায় দের-দুই বছর প্রেম করে। এখন বিয়ে হচ্ছে অন্য ছেলের সাথে।

Banla Valobasar Golpo - bd express


এটা সত্য যে অল্প বয়সের ভালোবাসা সৃষ্টি হওয়া একটা স্বাভাবিক ঘটনা। এমন টা হয়ে থাকে। কিন্তু  কিছু প্রকারের ছেলে-মেয়ে তাদের ভালোবাসা নিয়ে এতোটাই সিরিয়াসলি  থাকে যে,একটু এদিক-ওদিক হলেই "সুইসাইট"বা নেশার জগৎকে  বেছে নেই।এটা মটেও ভালো না। কারন স্বল্প বয়সের ভালোবাসা টা আসলে একটা মনের আবেগ। আর এই মনের আবেগই তারা একেওপরের সাথে ভালোবাসা তৈরি করে।তাই এই আবেগি ভালোবাসার জন্য এই সুইসাইট  পথ বা নেশার জগৎ টা বেছে না নিয়ে নিজেকে একটু পরিবর্তন আনুন।দেখবেন আপনার পরিবার এবং আপনি উভয়  অনেক #Happy থাকবেন। bd-express


Bangla Valobasar Golpo - bd express

Previous Post
First

Hey, I'm Safayat Antor and I am a creative content creator. This is my Blog site.I always try to write something new, Which no one wrote before. Because everyone always try to learn something new. facebook blogger

0 Comments:

⚠️ এমন কোনো মন্তব্য করবেন না যাতে, অন্য কোনো ব্যাক্তির সমস্যা হয়।